বিশ্বনাথে আবারো ভূকম্পন অনুভূত
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫ ইং, ১:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে রোববার দুপুর ১টায় ১৪ মিনিটের দিকে ভূমিকম্পন অনুভূত হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ বাসা-বাড়ি,অফিস ও ব্যবসা-প্রতিষ্টান রেখে রাস্তায় নেমে আসেন। তবে উপজেলার কোথাও কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।
জানাগেছে,রোববার দুপুরে ১টায় ১৪ মিনিটে হঠাৎ ভূমিকম্পন অনুভূত হয়। প্রায় ১৫ সেকেন্ড এই ভূমিকম্পন অনুভূত স্থায়ী ছিল। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। বাড়িঘর কেঁপে উঠে। এতে আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে আসে।
উপজেলা সদরের ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, হঠাৎ করে আবারো আজ রোববার ব্যবসা প্রতিষ্টান কেঁপে উঠে। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ফেলে ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন।