বিশ্বনাথে আল ইরশাদ লতিফিয়া মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৫ ইং, ৪:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টান গতকাল রবিবার বিকেলে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
মাওলানা মুফতি আবদুল মুমিনের সভাপতিত্বে ও হাফিজ গিয়াস উদ্দিন এবং ক্বারী জামিল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর অন্যতম নেতা মাওলানা আবদুল মুক্তাদির খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার মাওলানা আবদুল জলিল চৌধুরী, সহ-সুপার আবুল কালাম আজাদ, ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুল হাসান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির বশির উদ্দিন আহমদ, মাওলানা কবির আহমদ, আখতার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আলী আনহার শাহান। বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র আলতাফ হোসেন, জামিল আহমদ, আবিদ খান।
এসময় উপস্থিত ছিলেন, নুমান আহমদ, রুবেল আহমদ, আলী আকবর, তুহিন আহমদ, আবদুস শহিদ, মোহাম্মদ আলী, দিলোয়ার হুসেন, আবুল কাশেম,জামাল আহমদ, সিরাজুল ইসলাম, ইকবাল হুসেন, জাকির আহমদ, ইসলাম উদ্দিন, আহমদ আলী, জিল্লুর রহমান, মামুন আহমদ প্রমূখ। বিজয়ী শিক্ষার্র্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্টানের অতিথিরা।