বিশ্বনাথে আল-মদীনা ফার্মেসীর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫ ইং, ৮:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে আল-মদীনা ফার্মেসীর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের রামপাশা রোডস্থ হাজী জাহির আলী এন্ড সন্স মার্কেটে এই ফার্মেসির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ারুল হক, সিটি ব্যাংকের ব্যবস্থাপক আহবাব আহমেদ জায়গীরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মর্তুজ আলী, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল হক, যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়া, বিশিষ্ট সংগঠক শহিন উদ্দিন, ব্যবসায়ী মাছুম আহমদ, আসক আলী, আঙ্গুর আলী, এমরান খান, আব্দুর রহীম, কবির চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুস শহীদ, ফার্মেসীর পরিচালক রুহুল আমিন নাজমুল, সংগঠক মানিক মিয়া, গৌছ আলী প্রমূখ। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।