বিশ্বনাথে উৎসাহ উদ্দীপনায় পহেলা বৈশাখ পালন
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৫ ইং, ৩:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে নানান আয়োজনে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে পহেলা বৈশাখ। ১৪২২ বাংলা বছরকে বরণ করে নিতে উপজেলা পরিষদ মাঠে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে ও বিশ্বনাথ থিয়েটারের পরিচালনায় আয়োজন করা হয় দিনব্যাপী নানান আয়োজন। উপজেলা প্রশাসন ও বিয়ার ল্যাবরেটরিজ স্কুলেরে উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়।
পহেলা বৈশাখ মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় সংঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিশ্বনাথে বর্ষবরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর চলে বাঙালীদের প্রায় ৬ হাজার বছরের পুরানো ঐতিহ্য পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া। বৈশাখী উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় দিনব্যাপী ছিল মানুষের ভীড়।
সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি বর্ষবরণ অনুষ্ঠানস্থল থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পহেলা বৈশাখ উপলক্ষে শিশুদের জন্য আয়োজন করা হয় মোরগের লড়াই, কাবাডিসহ বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়।
নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আমির আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, নববর্ষ উদযাপন পরিষদের সাবেক আহবায়ক আবদুল ওয়াদুদ বিএসসি, আওয়ামী লীগ নেতা শাহ ফয়েজ আহমদ সেবুল, নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না। স্বাগত বক্তব্য রাখেন নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব আনহার মিয়া।
পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘বৈশাখ’র ক্রোড়পত্রেন মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এরপর চ্যানেলআই সেরা কন্ঠ শিল্পী বর্না, চ্যানেলআই ক্ষুদে গানরাজ শিল্পী জেনি, বিশ্বনাথের কোকিল কন্ঠি শিল্পী পপিসহ স্থানীয় ও সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত কন্ঠ শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে পুরস্কার বিতরণের পর বিশ্বনাথ থিয়েটারের সদস্যদের পরিবেশনায় ‘মহারাজা নাটক’ মঞ্চস্থ হয়।