বিশ্বনাথে খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৫ ইং, ১২:০১ অপরাহ্ণ | সংবাদটি ৮৫১ বার পঠিত
এমদাদুর রহমান মিলাদ::সিলেটের বিশ্বনাথে কালবৈশাথী ঝড়ে লন্ডভন্ড উপজেলার হাজী আরশদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ফলে গত ৫দিন ধরে খোলা মাঠে ক্লাস করছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়রে একমাত্র টিনসেডের ঘরটি রয়েছেন ঝুকিপূর্ণ অবস্থায়।
জানা গেছে, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামে ১৯৯৮ সালের ২ই মার্চ প্রতিষ্ঠা করা হয় হাজী আরশদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি নিজ অর্থায়নে প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্য প্রবাসী হাজী আরশদ আলী। সম্প্রতি বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়েছে। বিদ্যালয়ে ২১৬জন ছাত্র/ছাত্রী রয়েছেন। শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন দুই শিক্ষক ও দুই শিক্ষিকা। টিনসেড ঘরে বিদ্যালয় পরিচালিত হয়ে আসলেও এখনও কোনো ভবন নির্মাণ করা হয়নি। ইতিমধ্যে সরকারীকরণ হওয়ার পর ভবন নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ৪ এপ্রিল রাতে কালবৈশাখী ঝড়ে ল-ভ- হয়ে যায় বিদ্যালয়ের একমাত্র ঘরটি। ফলে এখন খোলা মাঠে চ ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদেরকে।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছিত বলেন, কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১ম থেকে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা কোনো রকম ক্লাস রুমে ক্লাস করতে পারলেও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের রুমের মধ্যে ক্লাস করা সম্ভব হচ্ছে না। ফলে আমরা খোলা আকাশের নীচে ক্লাস নিতে বাধ্য হচ্ছি। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।