বিশ্বনাথে ঘন্টায় চারবার বিদ্যুৎ আসে আর যায়
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০১৫ ইং, ১২:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৪১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে ঘন্টায় চারবার বিদ্যুৎ আসে আর যায়। গত এক সপ্তাহ ধরে এভাবে বিদ্যুৎ আসা-যাওয়ার ফলে অতিষ্ট হয়ে উঠেছে উপজেলাবাসীর জনজীবন। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় তিন বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। ফলে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায়ও ঘটছে বিঘœ। ব্যবসা বাণিজ্যে দেখা দিচ্ছে মন্দাভাব। বিদ্যুৎ নিয়ে এলাকারবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানাগেছে। বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত উপজেলা হওয়াতে প্রতি বছর দেশে বেড়াতে আসেন বিপুল সংখ্যক প্রবাসীরা। কিন্তু বিদ্যুতের এহেন যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে যাওয়ার সময় প্রায় বেশির ভাগ প্রবাসীই বলতে বাধ্য হন “আর দেশে না আসার কথা”। ছোট ছোট ছেলে-মেয়েদেরকে নিয়েই বেশি সমস্যায় পড়তে হয় প্রবাসীদেরকে। অনেকের আবার বাসা-বাড়িতে নামী-দামী ফ্রিজ-টিভি ও কম্পিউটার রয়েছে। কিন্তু এভাবে গণগণ বিদ্যুৎ আসা-যাওয়ার ফলে এগুলো নষ্ট হওয়ার আশংকায় ভুগছেন তারা। গত শনিবার রাতে কাল বৈশাখী ঝড়ের ফলে উপজেলা প্রায় ১৭ ঘন্টা ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন। এখনও পুরো উপজেলা স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ব্যবস্থা এমটাই জানান এলাকাবাসী। গরম আসতে না আসতেই বিদ্যুতের ভেলকিভাজি শুরু হয়েছে বলে মন্তব্য করেন এলাকার অনেকে।
বিদ্যুতের জন্য মারাতœক সমস্যায় পড়তে হয় এ উপজেলায় কর্তব্যরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার সাংবাদিকদেরকেও।
উপজেলার রামপাশা গ্রামের রিপন মিয়া বলেন, আমাদের এলাকায় ১ ঘন্টা বিদ্যুৎ দিলে তার পরবর্তী ৩ ঘন্টা আর নেই।
বিশ্বনাথ বাজারের ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, উপজেলা সদরের ঘন্টায় চার-পাঁচ বিদ্যুৎ আসে আর যায়। এতে ব্যবসা বানিজ্য ঠিক মত করতে পারছি না। পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের এটা কোনো ধরনের আচরন বুঝতে পারিনা।
পল্ল¬¬ী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম হারুনুর রশীদ সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।