বিশ্বনাথে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৫ ইং, ২:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৬১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে জাতীয় কৃমি সপ্তাহ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বিশ্বনাথ উপজেলার প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১২ বছর বয়সী সকল ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিশুদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ সেবক করানো মাধ্যমে জাতীয় কৃমি সপ্তাহ পালিত হবে।
বুধবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা সদরস্থ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঔষধ সেবনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কৃমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসিন আরাফাত, স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, অফিস সহকারী আলী আহমদ, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন প্রমূখ।