বিশ্বনাথে জাপার একাংশের প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৫ ইং, ১০:০২ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে জাপার একাংশের প্রতিবাদ সভা সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাপা নেতা হাজী নোয়াব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাপার সদস্য এস এম আরশ আলী বাবলু, উপজেলা জাপার সাবেক সভাপতি শাহ আরমান আলী, লইলুছ আলী, আবদুল হান্নান, জমির আলী, ইলিয়াছ আলী, আঙ্গুর আলী, সেবুল মিয়া, এস এম শামিম আহমদ, জয়নুল আবেদিন, মঞ্জুর আহমদ আরিফ, ছোরাব আলী, বাদশা মিয়া, এনামুল হক শিকদার, সুহেব খান, ইব্রাহিম আলী, সুহেল আহমদ, মানিক মিযা, ময়না মিয়া, সোনাই মিয়া, কাদির আহমদ, শামিম আহমদ, প্রভাত সরকার, সোহাগ আহমদ, সোনা মিয়া, মইন উদ্দিন, বাবুল মিয়া, তাহির আলী, জোনাব আলী, শাহজাহান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, গত শুক্রবার জাতীয় পার্টির শান্তিপূর্ণ আনন্দ মিছিলে জাপা নামধারী কিছু সন্ত্রাসী হামলা চালায়। এরা জাতীয় পার্টির মঙ্গল চায়না। তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্রমূলক ব্যবসা গ্রহন করা হবে বলে তারা হুশিয়ারী উচ্চারণ করেন। আগামী ২০ দিনে মধ্যে উপজেলার প্রতি ইউনিয়ন কমিটি করার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান।