বিশ্বনাথে জাপার ঝাড়ু মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৫ ইং, ৪:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১৩৫৮ বার পঠিত
নুর উদ্দিন:: বিশ্বনাথে জাপার একাংশের উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় সিলেট জেলা জাপার কমিটির বিরুদ্ধে উপজেলা সদরের ঝাড়– মিছিল-সমাবেশ করেছে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামন থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে স্থানীয় বাসিয়া ব্রীজের ওপর সমাবেশে মিলিত হয়। উপজেলা জাপার বিলুপ্ত কমিটির আহবায়ক সিতাব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,জাপা নেতা রফিকুল আলম লালু, আবুল খয়ের, একে এম দুলাল, ফিরোজ আলী, কালা মিয়া,ওমর আলী,গিয়াস উদ্দিন, আনোয়ার আলী, প্রদ্বীত চন্দ্র দেব, নাসির উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সিলেট জেলা জাপা কমিটির নেতৃবৃন্দ অগঠনতান্ত্রিকভাবে বিশ্বনাথ জাপা কমিটি বিলুপ্ত করেছে। এটা কোনো ভাবে মেনে নেয়া যায় না। এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার নেতৃত্বে বিশ্বনাথ জাপার কমিটি আছে, থাকবে।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় উপজেলা জাপার কমিটি স্থগিত ঘোষণা করে জেলা জাপা কমিটি।