বিশ্বনাথে জাপার দুই গ্রুপের ধাওয়া -পাল্টা-ধাওয়া-আহত ১৫
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৫ ইং, ৪:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে জাতীয় পার্টির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনায় ব্যবসায়ীসহ অনন্ত ১৫জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরের বাসিয়া ব্রীজের ওপর জাপা নেতা সিতাব আলী গ্রুপ ও জাপা নেতা এস এম আরশ আলী বাবলু গ্রুপের মধ্যে এঘটনা ঘটে। আহতরা হলেন-জাপা নেতা সিতাব আলী, সুহেল আহমদ, আবদুল হান্নান, মঞ্জুর আহমদ, শামিম, সোহাগ আহমদ, জালাল, ব্যবসায়ী মনোফর আলী, আজাদ আলী, নাঈম মিয়া, জুয়েল আহমদ, আবদুল কালাম। বাকি আহতদের নাম জানাযায়নি। তবে আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন বলে জানাগেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রন আসে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সূত্রে জানাগেছে, উপজেলা জাতীয় পার্টি নেতা আরশ আলী বাবলু গ্রুপের নেতা নব-গঠিত জেলা জাতীয় পার্টি কমিটি কে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মিছিল বের করে। দলীয় অস্থায়ী কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বাসিয়া ব্রীজের মুখে আসামাত্রই সিতাব আলী গ্রুপের নেতারা ইটপাটকেল নিক্ষোপ শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হয়। এতে ব্যবসায়ীসহ অনন্ত ১৫জন আহত হন।
জানাগেছে, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক, সিলেট ২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল্লাহ সিদ্দিকী মধ্যে দন্ধের সৃষ্টি হয়েছে। সম্প্রতি জেলা জাতীয় পার্টির কমিটি গঠনের পর তাদের এই দন্ধ শুরু হয়। এর পরে বিশ্বনাথ উপজেলা জাপার কমিটি স্থগিত করার পর উভয় গ্রুপ মুখোমুখি অবস্থানে চলে আসে। বিশ্বনাথে জাতীয় পার্টি দুটি বলয়ের সৃষ্টি হয়েছে। এমপি এহিয়া গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা জাপা নেতা সিতাব আলী ও আবদুল্লাহ সিদ্দিকীর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জাপা নেতা আরশ আলী বাবলু।
দলীয় সূত্রে জানাযায়, সিলেট জেলা আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী ও সদস্য সচিব উছমান আলী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বুধবার বিশ্বনাথ উপজেলা জাপার কমিটি বিলুপ্ত করা হয়। উপজেলা জাপার সাবেক সভাপতি আরশ আলী বাবলু, শাহ আরমান আলী, নোয়াব আলী ও আবদুল হান্নানকে বর্তমানে উপজেলা জাপার দায়িত্ব দেয়া হয়। জাপার দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলয়ের কাউকে রাখা হয়নি।
উপজেলা জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতা আরশ আলী বাবলু বলেন, জেলা জাতীয় পার্টি নব-গঠিত কমিটি কে স্বাগত জানিয়েছে মিছির বের করলে সিতাব আলীর নেতৃত্বে আমাদের ওপর হালমা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হন।
সিতাব আলী বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। তাদের ওপর আরশ আলীর নেতৃত্বে হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।
থানার এস আই মাসুদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।