বিশ্বনাথে জাপার দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৫ ইং, ৯:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৬২৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে জাপার দুই গরুপের সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় মামলা দায়ের করেছে। গত সোমবার রাতে উপজেলা জাপা নেতা শরিফ আলী বাদি হয়ে ৩০জনের নাম উল্লেখ করে আরোও ২৫/৩০জন অজ্ঞাতনামা আসামি রেখে এ মামলা দায়ের করেন। মামলায় আবদুল্লাহ বলয়ের উপজেলা জাপা নেতা এস এম আরশ আলী বাবলুকে প্রধান আসামি করা হয়েছে।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন থানার ইন-চার্জ রফিকুল হোসেন। তিনি বলেন, আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে উপজেলা জাপার একাংশ জেলা জাপার নব-গঠিত কমিটির স্বাগত জানিয়ে উপজেলা সদরে মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অনন্ত ১৫জন আহত হন।
জানাগেছে, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সিলেট ২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল্লাহ সিদ্দিকী মধ্যে দন্ধের সৃষ্টি হয়েছে। সম্প্রতি জেলা জাতীয় পার্টির কমিটি গঠনের পর তাদের এই দন্ধ শুরু হয়। এর পরে বিশ্বনাথ উপজেলা জাপার কমিটি স্থগিত করার পর উভয় গ্রুপ মুখোমুখি অবস্থানে চলে আসে। বিশ্বনাথে জাতীয় পার্টি দুটি বলয়ের সৃষ্টি হয়েছে। এমপি এহিয়া গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা জাপা নেতা সিতাব আলী ও আবদুল্লাহ সিদ্দিকীর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জাপা নেতা এস এম আরশ আলী বাবলু।