বিশ্বনাথে জাপা’র দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাল্টা মামলা
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৫ ইং, ১:২৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৫৩ বার পঠিত
বিশ্বনাথে জাজীয় পার্টির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাল্টা মামলা দায়ের করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টি নেতা এস এম আরশ আলী বাবলু বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে গত বুধবার রাতে বিশ্বনাথ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-৫।
মামলায় জাতীয় পার্টি নেতা ও উপজেলা দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনকে প্রধান আসামী করা হয়েছে।
মামলার অন্যান্য আসামীরা হলেন- উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম লালু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক (জেলা ঘোষিত স্থগিত কমিটি) হাজী সিতাব আলী, জাপা নেতা শরীফ উদ্দিন, সুমন আহমদ, শাহিন আহমদ, আব্দুল মুতিন, নাজিম উদ্দিন চৌধুরী, ছালেহ আহমদ তুতা, আনোয়ার আলী, উপজেলা যুবসংহতির আহবায়ক নাছির উদ্দিন, যুবসংহতি নেতা স্বপন রাজ, স্বপন মিয়া, তরুণ পার্টির আহবায়ক সোহেল আহমদ, তরুণ পার্টি নেতা আব্দুল কাদির।
কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল্লাহ সিদ্দিকীর মধ্যে দন্ধের সৃষ্টি হয়েছে। সম্প্রতি জেলা জাতীয় পার্টির কমিটি গঠনের পর তাদের এই দন্ধ শুরু হয়। এর পর বিশ্বনাথ উপজেলা জাপার কমিটি স্থগিত করার পর উভয় গ্রুপ মুখোমুখি অবস্থানে চলে আসে। বিশ্বনাথে জাতীয় পার্টি দুটি বলয়ের সৃষ্টি হয়েছে। এমপি এহিয়া গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা জাপা নেতা সিতাব আলী ও আবদুল্লাহ সিদ্দিকীর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জাপা নেতা এস এম আরশ আলী বাবলু। গত ৪ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অনন্ত ১৫জন আহত হন। এঘটনায় ৬এপ্রিল রাতে জাপা নেতা শরিফ আলী বাদি হয়ে জাপা নেতা এস এম আরশ আলী বাবলুকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করে আরোও ২৫/৩০জন অজ্ঞাতনামা আসামি রেখে এ মামলা দায়ের করেন। ঐ মামলার ১৭জন আসামী বুধবার সিলেট জুডিমিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন লাভ করেন। এরপর বুধবার রাতে প্রতিপক্ষের নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করেন জাপা নেতা আরশ আলী বাবলু।