বিশ্বনাথে ডাকাতির লুণ্ঠিত মোবাইলসহ দুই যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৫ ইং, ১:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে ডাকাতির লুণ্ঠিত মালামালসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-গোয়াইনঘাট থানার বিছনাকান্দি গ্রামের সোনা মিয়ার পুত্র আছকর (২০), দক্ষিণ সুরমা থানার বাসিন্দা বোরহান উদ্দিন (২২)। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানান।
পুলিশ সূত্রে জানাযায়, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মোঃ রফিকুল হোসেন এর সংগৃহীত প্রযুক্তিগত তথ্যমতে থানার এস আই মাসুদুর রহমান ও এসআই আবু সাঈদ এর সমন্বয়ে গঠিত একটি টিম রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির লুণ্ঠিত মোবাইলসেটসহ দুই যুবককে গ্রেফতার করে। এসময় লুণ্ঠিত ০১টি সাদা রংয়ের প্রায় নতুন স্যামসাং গ্যালাক্সি নোট-টু স্মার্ট ফোনসহ আটক করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইলটির বর্তমান মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
আটককৃত আছকর উক্ত মোবাইলটি দক্ষিণ সুরমা থানাধীন বদিকোনা বাজারে পারভেজের মোবাইল ও ফ্লেক্সিলোডের দোকানের কর্মচারী বোরহান উদ্দিনের নিকট থেকে মাত্র ১৪ হাজার টাকায় প্রায় একমাস পূর্বে ক্রয় করে। তার বক্তব্যের সূত্র ধরে বিশ্বনাথ থানার একই টিম দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান করে মোবাইল বিক্রেতা বোরহান উদ্দিন (২২) কে আটক করে। বোরহান উদ্দিন আছকরের নিকট ১৪ হাজার টাকায় মোবাইল বিক্রি করার কথা স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে স্বীকার করেছে।
বোরহান উদ্দিন বিশ্বনাথ থানাধীন নওধার গ্রামের কুখ্যাত ডাকাত সরদার ফটিক @ লিটন (৩২) এর ফুফাতো ভাই। ডাকাত ফটিক @ লিটন তাকে মোবাইলটি বিক্রি করার জন্য দেয়। সে ইতোপূর্বে বোরহানকে দিয়ে এ ধরনের আরো মোবাইল বিক্রি করায় বলে বোরহান স্বীকার করে বলে পুলিশ জানায়।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারী দিবাগত রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের ছোট খুরমা গ্রামের বাদশা মিয়ার বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়।