বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের নিবন্ধন লাভ : মতবিনিময় মিষ্ঠি মুখ
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৫ ইং, ৯:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৫২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সমবায় অধিদপ্তর থেকে সরকারি রেজিষ্ট্রেশন লাভ করেছে ‘বিশ্বনাথের সামাজিক সংগঠন ডেফোডিল এসোসিয়েশন’ নিবন্ধন লাভ করায় সোমবার রাতে বিশ্বনাথে প্রেসক্লাবে মতবিনিময় করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সভায় উপস্থিত সকলে সার্বিক সহযোগীতা কামনা করে সবাইকে সংগঠনের পক্ষ থেকে মিষ্টি মুখ করান নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সাহেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিনাজ পালের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আবদুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আবদুল বারী, আলতাব হোসেন, বিশ্বনাথ প্রথমআলো বন্ধুসভার সভাপতি প্রবীর কান্তি দে পিংকু, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামছুল ইসলাম মোমিন। বক্তব্য রাখেন সংগঠনের সংগঠনের ক্রীড়া সম্পাদক ইলিয়াস আলী, প্রচার সম্পাদক রাজেক আহমদ, শিক্ষা সম্পাদক আবুল আশরাফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, নূরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সংগঠক দিবাংশু গুন দেবু, আসাদুজ্জামান আসাদ, বাবুল মিয়া, সাইদুর রহমান রাজু, খছরু মিয়া, বিশ্বনাথ প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, সংগঠনের সহ সভাপতি কামরুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক পাবেল আহমদ, অর্থ সম্পাদক সুমিত ধর, সিনিয়র সদস্য তন্ময় দেব রায়, সদস্য আলতাব হোসেন, রাজন আহমদ, রিয়াজউদ্দিন, বিজয় দেব, সুমিত্র ধর, রাসেল আহমদ প্রমুখ।