বিশ্বনাথে তালামীযের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০১৫ ইং, ৮:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৬ বার পঠিত
ইসলামই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। জীবন ও জগতের সকল সমস্যা-সংঘাতের সুষ্ঠ সমাধান একমাত্র ইসলামই দিতে পারে। মানুষের সমাজ-সভ্যতা ও পরিবেশকে সুনিশ্চিতরূপে চিরন্তন সুখ-শান্তি, প্রগতি-সমৃদ্ধি ও পূর্ণতার দিকে এগিয়ে নিতে ইসলামের কোন বিকল্প নেই। তাই ইসলামী আদর্শের চর্চা ও অনুশীলনের মাধ্যমে নিজেদের গড়ে তুলে তালামীযের প্রত্যেক কর্মীকে ছাত্র সমাজ তথা দেশ ও জাতির কল্যাণে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
বুধবার বেলা ২টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার আওতাধিন কাইড়ঘাট মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসা শাখা আয়োজিত মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
কাইড়ঘাট মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এস.এম লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ সিলেট (পশ্চিম) জেলা তালামীযের সদস্য ও বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা সাধারণ সম্পাদক আলী আনহার শাহান। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন আল ইসলাহ’র অফিস সম্পাদক শফিক আহমদ-পিয়ার।
কাইড়ঘাট মাদ্রাসা শাখা তালামীযের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মাহী’র পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ সিলেট (পূর্ব) জেলা তালামীযের সদস্য শামীম আহমদ, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাসেম, আল ইসলাহ নেতা মাওলানা ক্বারী সাইদুর রহমান, মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ, দেওকলস ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ গিয়াস উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ শুয়াইবুর রহমান, বাগিছা বাজার তালামীযের সভাপতি হেলাল আহমদ। হাফিজ সাইফুল্লাহ মনসুরের কোরান তেলাওয়াত ও রায়হান আহমদের সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখার সাধারণ সম্পাদক ছালিক আহমদ। এসময় উপস্থিত ছিলেনÑ দেওকলস ইউনিয়ন তালামীযের প্রচার সম্পাদক জায়েদ আলী, হাফিজ হুসাইন আহমদ নিরব, মো. তানভীর হোসেন, আলম মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি