বিশ্বনাথে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা আহত
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫ ইং, ১০:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে উপজেলা যুবদলের সদস্য আব্বাস আলী সুমন দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার সাড়ে ৭টায় উপজেলা সদরের নতুন বাজারে এঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গোবিন্দ মালাকার। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে রাত ১০টায় সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
আহত যুবদল নেতা আব্বাস আলী সুমন জানান, তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারে মাছ-তরকারী ক্রয় করতে আসেন। কিন্তু নিজ দোকান ঘরের সামনে মোটরসাইকেল রেখে উপজেলা সদরের নতুন বাজারস্থ কলা হাটা হেটে আসতে থাকেন। এসময় ২/৩ জন যুবক হঠাৎ করে তার পিছন দিক থেকে রড দিয়ে হামলা করে। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। পর পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে প্রেরণ করেন। তবে কে বা কাহার তার ওপর হামলা করেছে তিনি ছিনতে পারেনি বলে জানান।