বিশ্বনাথে দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৫ ইং, ৮:২০ অপরাহ্ণ | সংবাদটি ৯১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শনিবার সন্ধ্যা ৭ টায় দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরামের সাধারণ সভা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা, দ্রুত সিলেটের বহুল প্রচারিত দৈনিক সবুজ সিলেট সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
ফোরামের সভাপতি শামছুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুন্না’র পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সবুজ সিলেট এর বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ডেইল বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার কার্যকরী কমিটির সদস্য পিন্ঠু দেব, রকিব আহমদ, তালহা-বিন-সুয়েব, কামরুল ইসলাম, সুহেল মিয়া, নাছির আহমদ, কামাল মিয়া, রাহেল আহমদ, কয়ছর আহমদ, রাসেল আহমদ, আক্তার হোসেন, দুলাল মিয়া, শাহিন আহমদ, ইকবাল হোসেন মোমিন, রাসেল আহমদ, শাহিন আহমদ, গোলাম রব্বানী প্রমুখ।
সভায় দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য সদস্য সংগ্রহের ফরম বিতরণ করা হয়।