বিশ্বনাথে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫ ইং, ৯:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১০২০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা বিএনপির কর্মী সভা রোববার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া’র পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ন-সম্পাদক আব্দুল হাই, বশির আহমদ, ফারুক মিয়া, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আব্বাস আলী চেয়ারম্যান, তাহিদ মিয়া চেয়ারম্যান, আজাদ আলী, জাহেদুল ইসলাম বজলু, আরব খান, আলতাব আলী মেম্বার, মাহতাবউদ্দিন প্রমুখ।