বিশ্বনাথে বিএনপি থেকে আ’লীগে যোগদান
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫ ইং, ২:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৯১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে বিএনপি ও অঙ্গসংগঠন থেকে আওয়ামী লীগে সদ্য যোগদানকারী নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের জেলা তরুণলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন বাবুলের বাড়িতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমির আলী, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, আ’লীগ নেতা নূরুল ইসলাম, জেলা তরুণলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। সংবর্ধিতদের মধ্যে বক্তব্য রাখেন রিয়াজুল ইসলাম, ফেরদৌস আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বদরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী মসব আলী, আ’লীগ নেতা আছরব আলী, আব্দুল গণি, মাহমদ আলী, আরশ আলী, আব্দুল রহীম কামালী, জমির আলী, ইয়াছিন আলী, আব্দুল আহাদ, আব্দুল কুদ্দুছ মেম্বার, জহুর আলী, আব্দুল রুপ, আলী হোসেন, আব্দুশ শহীদ, আব্দুল জলিল, ইয়াছিন মিয়া, আব্দুল ওয়াহিদ, তুরাব আলী, পারভেজ আহমদ, দুলাল মিয়া, আব্দুস সালাম, উসমান, আবুল লেইছ, স্বেচ্ছাসেবকলীগ নেতা বদরুল ইসলাম মহসিন, তরুণলীগ নেতা নাছির উদ্দিন, যুবলীগ নেতা দবির মিয়া, সংবর্ধিত নেতা- নাজিম উদ্দিন, শরিফ আহমদ, তুফায়েল আহমদ, উসমান গণি, আব্দুল জব্বার, আবু আহমদ, আব্দুল গণি, নাজিম মিয়া, রাজু মিয়া প্রমূখ।