বিশ্বনাথে বিএনপি নেতা উস্তার আলীর কুলখানি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৫ ইং, ৭:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়বক নানু মিয়ার পিতা মরহুম উস্তার আলীর ১ম কুলখানি সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল স্থানীয় সুরিরখাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
কুলখানি ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বিশ্বনাথ সাহিত্য সংসদের সভাপতি মাষ্টার ইমাদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা ইকবাল হোসেন, ব্যবসায়ী মধু মিয়া, মখছির মাষ্টার, খলিলুর রহমান,মাসুক মিয়া, মুক্তাদির মিয়া, তেরাব আলী, জহুর আলী, শ্রমিকদলের আহবায়ক মনির মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন,যুবদল নেতা বাবুল মিয়া, আবদুল কাদির, শাহজাহান, সাদেক আলী, সবুজ খান, সাইদুর রহমান রাজু, মঈনুল ইসলাম, সালেহ আহমদ, রানা মিয়া, আবদুর বর সরকার, সায়েক মিয়া, জাহাঙ্গীর, আখতার আলী, সুমন মিয়া, ছাত্রদলের সদস্য খালেদ আহমদ, মানিক আহমদ, সুমন মিয়া, মোহাম্মদ আলী প্রমূখ।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ উস্তার আলীর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।