বিশ্বনাথে বিএনপি নেতা শফিক উদ্দিনের মাতৃবিয়োগ ঃ ইলিয়াসপত্নী লুনার শোক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৫ ইং, ৫:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৪৮৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দশঘর ইউনিযন পরিষদের চেয়ারম্যান শফিক উদ্দিন আহমদের মাতা জয়তুন নেছা ইন্তেকাল করেছেন। শুক্রবার রার ১টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না….রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে. ২ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। রবিবার বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থান তাকে দাফন করা হয়। মরহুমার জানাযার নামাজে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশা বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলণা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যা, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, জেলা তাতীদলের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার, শিহাব উদ্দিন ।
নেতুবৃন্দ মরহুমার আতœার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।