বিশ্বনাথে ভূকম্পন অনুভূত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৫ ইং, ১২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে শনিবার দুপুর ১২টায় ১৮ মিনিটের দিকে ভূমিকম্পন অনুভূত হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ বাসা-বাড়ি,অফিস ও ব্যবসা-প্রতিষ্টান রেখে রাস্তায় নেমে আসেন। তবে উপজেলার কোথাও কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।
এদিকে, ভূমিকম্পনের ফলে উপজেলার দুটি উচ্চ বিদ্যালয় ছুটি ঘোষণা করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানাগেছে,শনিবার দুপুরে ১২টায় ১৮ মিনিটে হঠাৎ ভূমিকম্পন অনুভূত হয়। প্রায় ৩০ সেকেন্ড এই ভূমিকম্পন অনুভূত স্থায়ী ছিল। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। বাড়িঘর কেঁপে উঠে। এতে আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে আসে। দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও উত্তর বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এতে নিরাপথে শিক্ষার্থীরা বাসা-বাড়িতে ফিরেন।
উপজেলা সদরের ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, হঠাৎ করে ব্যবসা প্রতিষ্টান কেঁপে উঠে। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ফেলে ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন।
উত্তর বিশ্বনাথ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছয়ফল হক বলেন, ভূমিকম্পনের কারণে বিদ্যালয় ওই সময় শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, ভূকম্পনে উপজেলার কোথাও কোনো ক্ষতি হয়নি বলে তিনি জানান।
উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, ভূমিকম্পন হলেও উপজেলার বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানতে পারি কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।