বিশ্বনাথে মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারীর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫ ইং, ৬:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারির যুবতী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম দিলরুবা রায়হান রুহি (১৮)। রোববার সকাল ৯টায় নিজ রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে নেত্রকোনা জেলার মদন থানার কদমচেরী গ্রামের রায়হান মিয়ার মেয়ে। নিহতের মা সরকারি চাকরীজীবি ও পিতা বিশ্বনাথ উপজেলার দশঘর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হওয়ায় তারা উপজেলা পরিষদের পদ্মা নামের কোয়াটার বসবাস করে আসছিল। তবে কি কারণে সে আত্বহত্যা করেছে তার কারণ জানাযায়নি। মেয়েটি খুব ভাল ছিল বলে তার প্রতিবেশীরা জানান। তবে এভাবে রুহির মৃত্যু হবে তারা কখনও কল্পনা করেনি বলে জানান।
জানাগেছে, প্রতিদিনের ন্যায় রুহি শনিবার রাতে তার নিজ রুমে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে সে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে রুহির রুমে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ লাশটি উদ্ধার করে।
থানার এস আই মনির মিয়া বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।