বিশ্বনাথে মেধাবী শিক্ষার্থী-প্রবাসী সংবর্ধিত ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫ ইং, ৯:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৫১২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে উপজেলার শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি শেখ দুদু মিয়া ও সহ সভাপতি শেখ নুরুল ইসলাম।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ মনির মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মাওঃ মুজাম্মিল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নোমান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী তারিছ আলী, শাহ হুসিয়ার উল্লাহ, শাহ বাবুল উল্লাহ, রফিক মিয়া, বৃক্ষ প্রেমিক আবদুল গাফফার উমরা মিয়া, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমান, স্থানীয় ইউপি সদস্য ইজহার আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য লোকমান আহমদ, হাজী আবদুর রউফ, আলকাছ আলী, নূর মিয়া, হাজী ধন মিয়া, হাজী সেলিম উদ্দিন, সুপার মাওঃ শেখ সাহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সুপার মাওঃ আজিজুর রহমান।