বিশ্বনাথে মোটরসাইকেলসহ চোর আটক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৫ ইং, ১২:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ শনিবার রাতে চোরাই মোটরসাইকেলসহ পারভেজ নামের এক চোরকে আটক করেছে। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পূর্ব ইটখেলা গ্রামের নুর মিয়ার ছেলে। সিলেট নগরীর শাহপরান থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
মোটরসাইকেল চোর আটকের সত্যতা স্বীকার করে থানার এস আই দ্বীপন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রামপাশা এলাকা থেকে নাম্বারবিহীন মোটরসাইকেসহ তাকে আটক করা হয়। রোববার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।