বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী পলাশ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৫ ইং, ২:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৯২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী, বিশ্বনাথ সদর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন পলাশ বলেছেন, বিশ্বনাথের এগিয়ে যাওয়া শিক্ষার পেছনে প্রবাসীদের ভুমিকা রয়েছে। আজ দেশ-বিদেশে বিশ্বনাথীরা বিভিন্ন পেশায় সুনামের সাথে কাজ করছেন। তিনি বলেন শিক্ষাকে আরো এগিয়ে নিতে প্রবাসীসহ নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে নিয়ে আসতে হবে। বৃহস্পতিবার বিশ্বনাথের শাহপিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজি কমিটির সভাপতি মো. আরশ আলীর সভাপতিত্বে সহকারী শিক্ষক ছিদ্দিকুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন, শিক্ষানুরাগী মনির মিয়া ময়নুল, শিপন মিয়া, শিক্ষক মাহমুদুল হাসান, নূরুল ইসলাম, ছিদ্দিকুর রহমান প্রমুখ।