বিশ্বনাথে যুবদলের নেতার ওপর হামলার নিন্দা
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৫ ইং, ১১:২০ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৩৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা যুবদলের সদস্য আব্বাস আলী সুমনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন।
নিন্দাকারীরা হলেন-সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, উপজেলা সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারন সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, যুবদলের যুগ্ন-আহবায়ক শামীমুর রহমান রাসেল, নানু মিয়া, গোবিন্দমালাকার, ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, শামছুদ্দিন, লিটন শিকদার, মানিক আহমদ, সুমন আহমদ, মোহাম্মদ আলী।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় উপজেলা সদরের নতুন বাজার দৃর্বৃত্তদের হামলায় যুবদল নেতা আব্বাস আলী সুমন আহত হন।