বিশ্বনাথে যুবদল নেতার বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৫ ইং, ১২:২১ অপরাহ্ণ | সংবাদটি ৮৬১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে যুবদল নেতার বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বাওনপুর গ্রামের উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুনের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল যুবদল নেতার ঘরে থাকা স্বর্ণাংলকার, নগদ টাকা, মোবাইল সেট ও আসবাবপত্র নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক ও থানার ওসি রফিকুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।
যুবদল নেতা আবদুল মুমিন মামুনের পিতা আবদুস ছোবান জানান, বুধবার রাত প্রায় দেড়টায় ১৫/২০ একদল ডাকাত বাড়িতে হানা দেয়। ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মূখে জিম্মি করে ফেলে। এসময় ঘরে থাকা আলমীরা ভেঙে প্রায় সাড়ে ৪০ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও ৪টি মোবাইল সেট ডাকাতদল লুঠ করে নিয়ে যায় বলে তিনি জানান। থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত চলছে বলে তিনি জানান।