বিশ্বনাথে লাল বাহিনী দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫ ইং, ৫:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে লাল বাহিনী স্পোটিং ক্লাব আয়োজিত ‘১ম লাল বাহিনী দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের মাঠে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অলংকারী স্পোটিং ক্লাব (অলংকারী) ৪-২ গোলের ব্যবধানে সুজন-সাহাবুদ্দিন ফুটবল ক্লাবকে (মিরেরচর) হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
টুর্নামেন্টে আয়োজন কমিটির সভাপতি রফিক হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, নতুন বাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক হাজী মঈনুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আবদুস শহিদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। এসময় যুবলীগ নেতা তৈমুছ আলী, শাহীন আহমদ, ক্লাবের সদস্য নজির মিয়া, সাঈদ মিয়া, খালেদ আহমদ, দিলোয়ার আহমদ, মারুফ আহমদ, শামীম আহমদ, রাসেল আহমদ, সুমেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।