বিশ্বনাথে শিক্ষাবীদ কবির মিয়া স্মরণে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৫ ইং, ২:২০ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা ::কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধান শিক্ষক, মরহুম কবির মিয়া স্মরণে বৃহস্পতিবার শাহপিন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশ আলীর সভাপতিত্বে সহকারী শিক্ষক ছিদ্দিকুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন। বিশষে অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী, বিশ্বনাথ সদর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন পলাশ, শিক্ষানুরাগী মনির মিয়া ময়নুল, শিপন মিয়া, শিক্ষক মাহমুদুল হাসান, নূরুল ইসলাম, ছিদ্দিকুর রহমান প্রমুখ।