বিশ্বনাথে সাবেক ইউপি সদস্য সিকদ্দর আলীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৫ ইং, ৮:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা বিশ্বনাথ ইউপির সাবেক সদস্য ও উত্তর মিরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ আলীর পিতা সিকদ্দর আলী ইন্তেকাল করেছে। শুকবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়ি উপজেলার উত্তর মিরেরচর গ্রামে তিনি ইন্তেকাল করেন। ইন্না….রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকাল ১১টায় উত্তর মিরেরচর গ্রামে ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থান তাকে দাফন করা হয়।