বিশ্বনাথে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৫ ইং, ৩:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে সৌদি প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাউতেরগাঁও গ্রামের মনসুর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল প্রবাসীর ঘরে থাকা স্বর্ণাংলকার, নগদ টাকা, মোবাইল সেট ও আসবাবপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রবাসীর স্ত্রী মমতা বেগম জানান, বুধবার রাত প্রায় দেড়টায় ১০/১২ জনের একদল ডাকাত বাড়িতে হানা দেয়। ডাকাতদল ঘরের কেসি গেইটের তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মূখে জিম্মি করে ফেলে। এসময় ঘরে থাকা আলমীরা ভেঙে প্রায় সাড়ে আড়াই ভরি স্বর্ণালংকার, দুই ভরি রুপা, নগদ ৩০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ডাকাতদল লুঠ করে নিয়ে যায় বলে তিনি জানান।