বিশ্বনাথে হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয় পার্টির সভা
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৫ ইং, ৭:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৬২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ জাতীয় পার্টির একাংশের নেতৃবৃন্দের উপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এক সভা বুধবার বিকেল ৩টায় উপজেলা সদরের নতুনবাজারস্থ জাপার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্নয়ক এসএম আরশ আলী বাবলুর সভাপতিত্বে এবং জাপা নেতা আব্দুল হান্নানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাপা নেতা শাহ আরমান আলী, হাজী নোয়াব আলী মেম্বার, লয়লুছ মিয়া, জমির আলী মেম্বার, ছুরাব আলী, সেবুল মিয়া, মানিক মিয়া, সাদিক মিয়া, আবুল কালাম, বাহার আলী, মরম আলী, হেলাল আহমদ, বাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এসএম শামিম আহমদ, যুগ্ম আহবায়ক সাদিক মিয়া, রিপন আহমদ, আইয়ূব আলী, উপজেলা ছাত্রসমাজের সভপতি মঞ্জুর আহমদ আরিফ, জাপা নেতা আঙ্গুর মিয়া, ইব্রাহিম আলী, বাদশা মিয়া, মুহিবুর রহমান মানিক, জুনাব আলী, প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির শান্তিপূর্ণ আনন্দ মিছিলে জাপা নামধারী সন্ত্রাসীদের হামলায় ১৪/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তার সাক্ষী নতুনবাজারের মুদি দোকানদার ও সবজি ব্যবসায়ীরা এবং বিশ্বনাথের পথচারী শত শত মানুষ। কিন্ত অত্যান্ত দুঃখজনক আমাদের উপর হামলা করে আমাদেরকে আহত করে পাল্টা আমাদের উপর মিথ্যা মামলা করা হয়েছে। এই মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা। বক্তারা আরো অভিযোগ করে বলেন- আমাদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী রাত-দিন বিশ্বনাথ থানার আশাপাশে ঘুরাফেরা করলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। তাই হামলাকারী চিহিৃত সন্ত্রাসীদেরকে অভিলম্বে গ্রেফতারের জন্য নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি দাবি জানান।