বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সভা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০১৫ ইং, ৭:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামীলীগের প্রথম কার্যকরী কমিটির সভা রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মুক্তার আহমদ, আবদুল হালিম সিকদার, বিরেন্ড কর, শাহনেয়াজ চৌধুরী সেলিম, সেলিম আহমদ,আতাউর রহমান, আজিজুর রহমান বাবুল, বাবুল নাথ, ভার্স্কর জ্যোতি দে,লাল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, রুস্তুম আলী, আপ্তাব আলী, নোয়াব আলী, নুরুল ইসলাম, কবির আহমদ, নুর মিয়া, সিতাব আলী, মাসুক মিয়া, ফখর উদ্দিন, আরশ আলী, আবদুল খালিক, সাদেক আলী, খালিক মিয়া প্রমূখ।
সভায় সিন্ধান্ত গৃহিত হয়, আগামী ২৯ এপ্রিল বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামীলীগের অভিষেক অনুষ্টান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।