বিশ্বনাথ উপজেলা আ’লীগের বর্ধিতসভা : ৮ জুন সম্মেলন
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫ ইং, ৮:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১২২০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিতসভায় সর্বসম্মতিক্রমে আগামী ৮ জুন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও ১৭৩ জনের একটি কাউন্সিলর তালিকা প্রনয়ন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেন, দেশ ও জাতির কল্যাণের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অতিথের মতো ভবিষ্যতেও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের সার্বিক সহযোগীতা ও পরামর্শে সুষ্ঠ ও সুন্দর ভাবে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রামের ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে দেশের মানুষ জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি কতটুকু আস্থা রাখেন। জনসাধারণের সেই আস্থার প্রতিদান দিতে তাই আওয়ামী লীগ পরিবারের সকল সদস্যদেরকে সব সময় বিএনপি-জামায়াত চক্রের নাশকতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রতিহত করতে হবে তাঁদের সকল ষড়যন্ত্র।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আহমদ, উপদেষ্ঠা পরিষদের সদস্য এস এম নুনু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব পংকি খান।