বিশ্বনাথ চার প্রবাসীর সংবর্ধনা সোমবার
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫ ইং, ৯:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সোমবার সন্ধ্যা ৭ টায় চার যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা দিবে অনলাইন ডেইলি বিশ্বনাথ নিউজ ডট কম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন। যাদেরকে সংবর্ধনা দেয়া হবে তারা হলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সিরাজুল ইসলাম সিরাজ, গিয়াসউদ্দিন মনির, আব্দুল হামিদ টিপু ও মুহিউদ্দিন পলাশ।