বিশ্বনাথ জাপাকে ধ্বংস করছে টিয়ার-কাবিখা —আব্দুল্লাহ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০১৫ ইং, ৭:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৭ বার পঠিত
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, বিশ্বনাথ জাপাকে ধ্বংস করছে টিয়ার-কাবিখা প্রকল্প। একজন ব্যক্তি দলের চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের আদেশ কিছু অযোগ্য নেতাদের দিয়ে অমান্য করছেন। তিনি দলের গঠনতন্ত্রর পড়–য়া না করে দলের ত্যাগী নিবেদিত নেতাদের ওপর হামলা চালানোর মূলহুতা। যারা বিশ্বনাথ জাপার সিনিয়র নেতাদের ওপর হামলা চালিয়েছে ওরা টিয়ার-কাবিখার কাছে বিক্রি হয়ে গেছে। তাদের কাছে দলের চেয়ে ওই ব্যক্তির হুকুম তামিল করাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। যারা দলের গঠনতন্ত্র অমান্য করে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। তিনি রোববার বিকেল ৫টায় জাপার সুরমা মার্কেস্থ কার্যালয়ে বিশ্বনাথ জাপার নেতাদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা জাপার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা জাপার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, আহসান হাবিব মইন, অ্যাডভোকেট আব্দুর রহমান,আব্দুল মজিদ সরকার, জেলা জাপা নেতা, নাজমুল ইসলাম, বাশির আহমদ, বিশ্বনাথ উপজেলা জাপা নেতা, শাহ আরমান আলী, আরশ আলী বাবলু, নয়াব আলী মেম্বার, আব্দুল হান্নান, লয়লুছ মিয়া, জমির আলী মেম্বার, ইলাছ আলী, আব্দুল মালিক, ছাত্র সমাজ নেতা, মঞ্জুর আহমদ আরিফ, সুয়েব খান, সাদেক আহমদ, সেবুল আহমদ, জনাব আলী, বাদশা মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি