বিশ্বনাথ জাপার কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৫ ইং, ৭:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৮০৯ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় পার্টির সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী ও সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলা জাতীয় পার্টির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। অন-অনুমোদিত কোনো কমিটি গঠন করে তা পরিচালনা করা জাতীয় পার্টি গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কাজ। তাই বিলুপ্ত কমিটির সবাইকে পূর্বের পদবি ব্যবহার না করতে আহবান করা হয়েছে। যদি কেউ পূর্বের কমিটির পদবি ব্যবহার করেন তাহলে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙের অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সাথে দলের সাংগঠনিক কাঠামো সুবিন্নস্থ করার জন্য জেলা জাপার সদস্য, বিশ্বনাথ উপজেলা জাপার সাবেক সভাপতি আরশ আলী বাবলু, উপজেলা জাপার সাবেক সভাপতি শাহ আরমান আলী, সাবেক সভাপতি নোয়াব আলী মেম্বার ও জাপা নেতা আব্দুল হান্নানকে দায়িত্ব দেয়া হয়। তারা আগামী ২০ দিনের মধ্যে উপজেলা জাপার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে মতবিনিময় সভার আয়োজন করতে নির্দেশ দেয়া হয়। ওই সভায় জেলা জাতীয় পার্টির নেতারা উপস্থিত থাকবেন।