বিশ্বনাথ প্রেসক্লাবে সাংবাদিক মিলাদের জন্মদিন পালিত
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ৯:১১ অপরাহ্ণ | সংবাদটি ৫৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: তরুণ সাংবাদিক, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম পোর্টালের সম্পাদক, দৈনিক সিলেটের ডাক-এর বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদের ৩১তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে সহকর্মী সাংবাদিকরা সাংবাদিক মিলাদের মুখে কেক তুলে দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সাংবাদিকরা আগামী দিনগুলোতে তরুণ সাংবাদিক মিলাদের কাছে দেশ ও দশের কল্যাণে আরো নিবেদিতভাবে কাজ করার প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট-এর সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক/সবুজ সিলেট এর বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু, সাধারন সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ পত্রিকার সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারন সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ/সিলেট সুরমা’র বিশ্বনাথ প্রতিনিধি, ডেইলি বিশ্বনাথ এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেট বাণী ও নতুন দিন পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি অসিত রঞ্জন দেব, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদের সময় এর প্রতিনিধি নূর উদ্দিন, প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক সিলেট প্রান্ত’র প্রতিনিধি আবুল কাশেম প্রমূখ।