বিশ্ব স্বাস্থ্য দিবসে সিলেটে র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০১৫ ইং, ২:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৪ বার পঠিত
সিলেট স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী সংস্থা সমূহের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সিলেটের সিভিল সার্জনের প্রাঙ্গণ থেকে র্যালী বের করে র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্নরায় সিভিল সার্জন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে সিভিল সার্জন হল রুমে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নুরে আলম শামীমের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. রাহিলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. হরিপদ রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ এমদাদুল হক, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার সুজন বনিক, প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ চৌধুরী, ইউনিসেপের ডা. সাদি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. চিরনজিত দাস, ডা. তাবিউল ইসলাম প্রমুখ।