বিয়ের আসরে বরকে আচ্ছামত ধোলাই দিলেন প্রেমিকা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৫ ইং, ৭:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৩ বার পঠিত
নিউজ ডেস্ক: বিয়ের আসরে চড়াও হয়ে বরকে আচ্ছামত ধোলাই দিয়েছেন তার সাবেক প্রেমিকা। এ ঘটনার জের ধরে বিয়ে ভেঙে দেয় কনে এবং তার পরিবার। রোববার ভারতের হুরিদার জেলার অভোদিপুর গ্রামে এই সিনেমাটিক কান্ডটি ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
রোববার বিয়ের দিন বর ও বধূর মালাবদলের সময় সেখানে এসে উপস্থিত হন এক নারী। তিনি নিজেকে ওই বরের পুরনো প্রেমিকা বলে দাবি করেন। শুধু তাই নয়, উপস্থিত জনতার সামনেই তিনি বরকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। তিনি দাবি করেন, ওই ব্যক্তির সঙ্গে কয়েক বছর ধরেই তার সম্পর্ক ছিল এবং গোপনে তারা কোর্টে গিয়ে বিয়েও করেছিলেন। ওই ব্যক্তি অন্য নারীকে বিয়ে করলে তাকে জেলে পাঠানো হবে বলেও হুমকি দিয়েছিলেন ওই প্রেমিকা।
পরে বরের পরিবারের লোকজন বুঝিয়ে শুনিয়ে ওই নারীকে শান্ত করার পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এতেও শেষ রক্ষা হয়নি। অনাকাঙ্খিত এ ঘটনার পর বেঁকে বসেন স্বয়ং কনে। তিনি জানান, এমন জঘন্য লোককে তার পক্ষে বিয়ে করা সম্ভব না। তার পক্ষ নেয় তার পরিবারও। তারা বর ও তার পরিবারের লোকজনকে বিয়ের আসর থেকে চলে যেতে বলে।
বিয়ের আসরে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এ ঘটনায় বরের পরিবার গ্রাম পঞ্চায়েতের কাছে নালিশ করেন। সব কিছু শোনার পর পঞ্চায়েত নেতারা বরের পরিবর্তে তার ছোট ভাইকে ওই কনেকে বিয়ে করার প্রস্তাব দেন। তাদের এ প্রস্তাবটি লুফে নেন কনে ও তার পরিবার। অবশেষে রোববার সন্ধ্যায় নতুন বরের সঙ্গে কনের বিয়ে সম্পন্ন হয়।