বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে-প্রেমিকার অনশন
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫ ইং, ৭:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৬০০ বার পঠিত
গোয়াইঘাট সংবাদদাতা:: গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের দ্বারিখাই গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে গত দুই দিন ধরে প্রেমিকা অবস্থান অনশন করছেন। দীর্ঘ দিন থেকে প্রেম বিনিময়, একপর্যায়ে শারীরিক সম্পর্কে গড়িয়ে প্রেমিকা এখন অন্তঃস্বত্তা। বার বার বিয়ের চাপ দিলেও প্রেমিক বিয়েতে অনিহা প্রকাশ করায় গত বৃহস্পতিবার সকাল থেকে এখন পর্যন্ত প্রেমিকের বাড়ীতে দুই দিনেরও বেশি সময় খাবার না খেয়ে অবস্থান করছে প্রেমিকা।
স্থানীয়রা জানান, দ্বারিখাই গ্রামের আব্দুস সামাদের পুত্র ফয়জুর রহমান (২৫) ও তার আপন চাচা ইরফান আলীর কন্যা হাফছা বেগম (১৮)-র মধ্যে দীর্ঘ দিন থেকে প্রেমের সম্পর্ক বিদ্যমান ছিল। গত ২/৩ মাস পূর্বে মেয়ের পক্ষ গ্রাম পঞ্চায়েতে ওই বিষয়ে প্রেমিক ফয়জুর রহমানের উপর ধর্ষনের অভিযোগ আনে এবং গ্রাম পঞ্চায়েত বিচার বিশ্লেষণ করে ফয়জুর রহমানকে তার প্রেমিকা হাফছা বেগমকে বিয়ের ফয়সালা প্রদান করা হয়।
ছেলের পক্ষ ২ মাস পর আনুষ্ঠানিকভাবে বিয়ের কার্যক্রম সম্পাদনের প্রস্তাব পঞ্চায়েতকে প্রদান করে। নির্ধারিত সময়ে বিয়ে না করে তাড়িয়ে দেওয়ার পায়তারা করায় মেয়েটি প্রেমিকের বাড়ীতে অবস্থান করছে।
এছাড়া তারা আরোও জানান, গত ২/৩ বছর পূর্বে হাফছা বেগমের পিতা ইরফান আলী ৪ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী রেখে মারা যান। পরিবারের মধ্যে কোন উপার্জনকারী না থাকায় মেয়ের মা করিবুন নেছা ভিক্ষা করে অনাহারে অর্ধাহারে সংসার চালিয়ে আসছেন।
প্রেমিকের বাড়ীতে অবস্থানকারী হাফছা বেগম জানান, দীর্ঘ দিন থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফয়জুর রহমান আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বর্তমানে আড়াই মাসের অন্তঃস্বত্তা। প্রতিদিন বিয়ের কথা তুললেই পরের দিন বিয়ের তারিখ ধার্য্য করবে বলে আমাকে আশ্বাস দিতে থাকে। উপায়ান্তর না দেখে আমি তার বাড়ীতে উপোষ অবস্থান করছি। আমি মরব কিন্তু এ বাড়ী ছাড়ব না।
এ ব্যাপারে প্রেমিক ফয়জুর রহমানের সাথে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি। তবে ফয়জুর রহমানের মা ও তার বড় ভাই কবির উদ্দিন বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট ওসি রুহুল আমিন বলেন, এ ধরনের কোন ঘটনার খবর আমাদের কাছে আসেনি। আসলে আমরা এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।