“ব্র্যাডফোর্ড যুবলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন”
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৫ ইং, ৫:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৪ বার পঠিত
নিউজ ডেক্স:-গত ৩০শে মার্চ স্থানীয় শাপলা কমিউনিটি হলে উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্য যুবলীগ ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উৎযাপন করা হয়।
ব্র্যাডফোর্ড যুবলীগের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পদক এনামুল হক ও যুগ্ম সম্পাদক শাহীন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাডফোর্ড আওয়ামীলীগের সভাপতি শওকত আহমদ এম.বি.ই। বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমদ.
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল হান্নান চৌধুরী। জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযাদ্ধের উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদশর্নের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তাগণ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন সহ স্বাধীনতার তাৎপর্য শীর্ষক আলোচনার পাশাপাশি বি এন পি,জামাত জোটের বর্তমান নৈরাজ্যকর কর্মকান্ডের তীব্র প্রতিবাদ করেন।
বক্তারা তারেক রহমানের ইতিহাস বিকৃতি ও ঔদ্ধত্যপুন ব্ক্তব্যের বিরুদ্ধে দেশপ্রেমী সবাইকে আরও সোচচার হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব গিয়াস উদ্দিন, সাইদুল ইসলাম, সাদাত হোসেন আলী,শ্রী অমর কান্তি বৈদ্য,সৈয়দ সাদেক আহমদ,আব্দুল শামিম,সাইফুল ইসলাম শামিম, আনওয়ার হোসেন,হুসিয়ার আলী, ফয়জুর রহমান চৌধুরী,আলহাজ আকদদুস আলী,আলহাজ্ব সুনু মিয়া, শওকত আহমদ এম, বি, ই, প্রমুখ।