মঙ্গল ও বুধবার হরতাল ডেকেছে জামায়াত
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৫ ইং, ১:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৩ বার পঠিত
নিউজ ডেস্ক :: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে আগামী মঙ্গল ও বুধবার দেশব্যাপী হরতাল ডেকেছে জামায়াতে ইসলাম।
সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ কর্মসূচি ঘোষণা করে।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদের নামে পাঠানো বিবৃতিতে সাক্ষর করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এম আলম।