মনজুরের ভোট বর্জন
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫ ইং, ১২:১০ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৬ বার পঠিত

দেওয়ানহাটের কার্যালয়ে বেলা সোয়া ১১টার দিকে মনজুর আলম সাংবাদিকদের বলেন, ‘বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে আমি কাউন্সিলর ও মেয়র পদে দায়িত্ব পালন করেছি। কিন্তু এমন নজিরবিহীন কারচুপির ঘটনা দেখিনি।’
এ সময় মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,”সকাল ১০টার মধ্যে প্রায় ৮০ ভাগ ভোটকেন্দ্র দখল হয়ে গেছে। এখানে জনগণের সঠিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটবে না। এ কারণে আমরা নির্বাচন থেকে সরে আসতে বাধ্য হয়েছি।”
এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের প্রায় ১২টি কেন্দ্র সকাল ৯টার মধ্যে দখল করে নেওয়ার অভিযোগ করেন তিনি। মনজুর আলম বলেন, কেন্দ্র দখলের মাধ্যমে চট্টগ্রামে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। এ মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হলে তিনিই জয়ী হবেন।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে নাছির উদ্দিন বলেন,”শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হচ্ছে না।” এ নির্বাচনে তিনিই জয়ী হবেন। জয়টা সময়ের ব্যাপার মাত্র।