মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৫ ইং, ১২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট-নারায়নতলা সড়কের একটি ব্রীজের নীচ থেকে এক মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম মাছুম আহমদ (১৪)। সে সুরমা ইউনিয়নের কাছার ষোলঘর গ্রামের সুলতান কাজীর ছেলে ও সুনামগঞ্জ শহরতলির কোরবাননগর এলাকার আল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. সাখাওয়াত হোসেন ঘটনার সততা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতালে পাঠিয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি।