মামাতো ভাইকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫ ইং, ১২:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৫ বার পঠিত
নিউজ ডেক্স: বড়লেখা উপজেলায় মামাতো ভাই নেপাল করকে (১৮) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন দুই ফুফাতো ভাই। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার গ্রামতলা এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুমাইয়া কর (১৯) ও দিলীপ কর (২১) নামে দুই ফুফাতো ভাইকে আটক করেছে পুলিশ। নিহত নেপাল কর উপজেলার গ্রামতলা এলাকার গোপাল করের ছেলে। আটক সুমাইয়া কর ও দিলীপ করের বাড়ি একই এলাকায়।
স্থানীয়রা জানান, কথা কাটাকাটির জের ধরে দুই ফুফাতো ভাই সুমাইয়া কর ও দিলীপ কর মামতো ভাই নেপালকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে নেপাল কর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে (নেপাল) উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।