মা হতে চান সানি
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ১০:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৪০ বার পঠিত
নিউজ ডেক্স:: দেখতে দেখতে ছয় ছয়টা বছর কেটে গেছে। স্বামী ড্যানিয়েলকে নিয়ে চুটিয়ে সংসার করছেন সানি। তবে কত দিন আর দুজনের পরিবার থাকবে। তাই ফ্যামিলিতে নতুন সদস্য আনার কথা ভাবছেন এ দম্পতি।
হ্যাঁ! মা হতে চান সানি। কিন্তু এখনই নয়। তবে বছর দুয়ের মধ্যে সন্তান নেয়ার কথা ভাবছেন লিওন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, তিনি ভীষণভাবে মাতৃত্বের স্বাদ অনুভব করতে আগ্রহী। কিন্তু এটা এখনই সম্ভব হচ্ছে না। কারণ বলিউডের নিজের জমিটা এখনো পাকা করতে পারেনি সানি। অন্যদিকে ড্যানিয়েলও বলিউডে পা রাখতে চলেছেন। তাই এ সময় তিনি মা হতে চান না। দুজনের ক্যারিয়ারটা ঠিক করে তারপরও বাচ্চা নিতে চান সানি।
তবে খুব যে দেরি করবেন বা তাও সোজা ভাষায় বলেন এ সুন্দরী। প্রকাশ্যে বলেন ২ বছরের মধ্যেই মা হবেন তিনি।
সম্প্রতি সানি ব্যস্ত আছেন তার দু’দুটি ছবির প্রচারে। চলতি মাসে মুক্তি পেতে চলেছে সানির বহু আলোচিত ছবি ‘এক পেহেলি লীলা’। ৩ প্রজন্মের কাহিনী নিয়ে গল্প বুনেছেন পরিচালক ববি খান।
এ ছবিতে প্রথমবার দেশি লুকে দেখা যাবে সানিকে। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন জয় ভানুশালী ও রাজনীশ দুগ্গল।
অন্যদিকে শিগগিরই মুক্তি পেতে চলেছে সানির অারেকটি ছবি ‘কুছ কুছ লোচা হ্যায়’। এ ছবিতে সানির সঙ্গে অভিনয় করছেন টেলি তারকা রাম কাপুর।