ময়মনসিংহে রুটি খেয়ে মৃত ৩
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৫ ইং, ১২:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৭ বার পঠিত
নিউজ ডেক্স::ময়মনসিংহের ত্রিশালে আটার রুটি খেয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আবুল কালামের পরিবারের ছয় সদস্য পাশের দোকান থেকে রুটি কিনে রুটির সঙ্গে ঘরে রান্না করা আলু ভাজি খেয়ে একে একে সকলেই অজ্ঞান হয়ে পরে। এ সময় এলাকাবাসী অচেতন অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু সালমা ও রুমা নামের এক নারী মারা যায়। অপর এক শিশুর পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অপর তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।