যুক্তরাজ্যের ব্রাডফোর্ড যুবদলের স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৫ ইং, ১:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৬০ বার পঠিত
নিউজ ডেক্স::যুক্তরাজ্যের ব্রাডফোর্ড যুবদলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় একটি রেষ্টুরেন্ডে অনুষ্ঠিত হয়। ব্রাডফোর্ড যুবদলের আহবায়ক রুহেল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আদনান আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাডফোর্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী ফয়জুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্র রাখেন নুর আলম রাব্বানী, ব্রাডফোর্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী রায়হান আলী মনির, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ ব্রাডফোড শাখার আহ্বায়ক মিরাস আলী। সভায় বক্তব্য রাখেন ব্রাডফোর্ড যুবদল’র যুগ্ম আহবায়ক জুনেদ চৌধুরী, মখলিছ আলী, রেস্টটেল যুবদল নেতা মামুনুর রশীদ, আমিনুন রহমান শিশু ।
এসময় উপস্থিত ছিলেন তছির আলী ,শহীদ, হেকিম,হারুন,সুহেল,বাবুল হোসেন, জাকির আহমদ, তুহিন মিয়া, লিলু মিয়া, সিতাব আলী, জগলু মিয়া, মালিক মিয়া প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মো. মকবুল আলী।
বক্তারা বর্তমান সরকারের হাতে স্বাধীনতা হুমকির সম্মুখীন উল্লেখ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ডাকে সারা দিয়ে দেশ বিদেশের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাযাত করা হয়।